
এই মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গত সেপ্টেম্বরে দলটির হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক গোল করেন তিনি। সেটিই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়েছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে এই গোল।