কানাডা
কানাডার সামরিক বাহিনীতে যৌন হয়রানী রোধে ফেডারেল সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে খুশি নারী অফিসাররা

কানাডার সামরিক বাহিনীতে যৌন হয়রানী রোধে ফেডারেল সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে খুশি নারী অফিসাররা। লেফ্টেনেন্ট জেনারেল জেনি ক্যারিগম্যান বলেন, এবার সমস্যার মূলে হাত দিয়েছে সরকার, এতদিন শক্ত ব্যবস্থা নেয়া হয়নি। সামরিক বাহিনীতে যৌন হয়রানির ঘটনায় সম্প্রতি ক্ষমা চেয়েছেন সরকার এবং সামরিক বাহিনীয় শীর্ষ কর্মকর্তারা।