
পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির ৫৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি এ বৈঠকে যোগ দেবেন। বাকি দেশগুলো তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছে। এবারের সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে।