
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জীবদ্দশায় ব্যবহৃত ৮৭টি জিনিস নিলামে তোলা হয়েছে। এরমধ্যে রয়েছে নেক টাই, দুটি বিএমডব্লিউ গাড়ি, কিউবান সিগারেট, এমনকি বাবা-মাকে উপহার দেয়া বাড়ি। ম্যারাডোনার ৮৭টি জিনিসের এই নিলামে ৫০ ডলার থেকে শুরু করে ৯ লাখ ডলার পর্যন্ত ভিত্তিমূল্য রাখা হয়েছে।