
মিয়ানমারের সেনাবাহিনী গেল জুলাই মাসে বেসামরিক মানুষের ওপর একাধিক হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এক অনুসন্ধানী প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে আরও বলা হয়, সেনা সদস্যরা গ্রামবাসীদের বেঁধে রাখে এবং নারী-পুরুষদের আলাদা করে হত্যা করে।