
দেশজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়া আবারও ক্ষতির মুখে কানাডার ক্ষুদ্র ব্যবসায়িরা। ব্যবসায়িদের সংগঠন সিএফআইবি’র বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানায়, মুলত রেস্তোরা, বার এবং হোটেল ব্যবসায় বড় ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। অন্টারিও, কুইবেক, ব্রিটিশ কলম্বিয়ার মতো প্রদেশগুলো কড়াকড়ি আরোপ করায় এই শঙ্কা দেখা দিয়েছে।