
নিজ সেনাবাহিনী এবং সমরাস্ত্রের সক্ষমতা যাচাইয়ে নজরকাড়া মহড়া চালালো, তাইওয়ান। এই প্রশিক্ষণে ডামি নয় বরং ব্যবহৃত হয় তাজা গোলাবারুদ। সম্প্রতি, যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ট্যাংক কেনার জন্য ১৪৫ কোটি ডলারের বাজেট পাস করেছে, দেশটি। চীনের সাথে উত্তেজনার মধ্যেই এই মহড়া চালালো দেশটি।