
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এ পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ।৭ প্রদেশে উদ্ধার তৎপরতায় কাজ করছে কয়েক লাখ কর্মী। জরুরি বিভাগের পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনী। সোমবার পর্যন্ত অর্ধ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।