কানাডা
“করোনার উর্দ্ধমুখী হার প্রভাব ফেলেছে তাদের কর্মজীবনে। নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হচ্ছে লম্বা সময় ধরে”- মিশেল হোড

অন্টারিওর ল্যাবরেটরি ওয়ার্কারস এসোসিয়েশনের প্রধান মিশেল হোড বলেছেন, করোনার উর্দ্ধমুখী হার প্রভাব ফেলেছে তাদের কর্মজীবনে। নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হচ্ছে লম্বা সময় ধরে। এমনকি তাদের ছুটিও বাতিল করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই নির্দিষ্ট সময়ের আগেই অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন হোড।