
ওমিক্রনের ঢেউ সামলাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মীদের এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে ভেরোঁ বলেছেন, খুব শিগগিরই ফ্রান্সে দিনে প্রায় এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।