চীন
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে করা ভাস্কর্য “পিলার অব শেইম“ সরিয়ে ফেলা হয়েছে

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে করা ভাস্কর্য “পিলার অব শেইম“ সরিয়ে ফেলা হয়েছে। রাতভর কাজ করে নির্মাণশ্রমিকেরা তামার তৈরি ৮ মিটার উচ্চতার ভাস্কর্যটি উপড়ে ফেলেন। রাতেই প্লাস্টিকে মুড়িয়ে মূর্তিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বেইজিং সম্প্রতি হংকংয়ে তার শাসনের বিরোধিতাকারীদের দমনের পদক্ষেপ নিয়েছে।