
আগামী সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে ফের পাঁচ বিশ্ব শক্তির ‘২০১৫ সালের পরমাণু পুনর্জীবনী’ আলোচনা শুরু হচ্ছে। এর আগে গেল সেপ্টেম্বরে ভিয়েনায় সপ্তম দফা ইরানের সঙ্গে আলোচনা হয় তবে কোনো অগ্রগতি হয়নি বরং ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্য বেড়েই চলেছে।