
সান মামেসে লা লিগার ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দু’দুলের তিনটি গোল হয়। জোড়া গোল করে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ব্যবধান গড়ে দেন করিম বেনজেমা। জয় দিয়ে বছর শেষ করার সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ।