
নতুন বছরে কর্মস্থলে গিয়ে কাজ করতে পারবেন কি না তা নিয়ে শংশয়ে আছেন বেশিরভাগ কানাডীয় নাগরিক। গ্লোবাল নিউজের জন্য করা জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে এমন হতাশার কথা জানিয়েছে অংশগ্রহণকারীরা। তবে বেশকিছু কানাডীয় নাগরিক মনে করেন তারা স্বশরীরে কর্মস্থালে গিয়ে কাজ করতে পারবেন।