চীনযুক্তরাষ্ট্র
“চীন সাবেক সোভিয়েত ইউনিয়নের মত নয়, এবং নতুন করে শীতল যুদ্ধ শুরু হলে চীন পরাজিত হবে না”- কুইন গ্যাং

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুইন গ্যাং এক সাক্ষাতকারে বলেছেন, চীন সাবেক সোভিয়েত ইউনিয়নের মত নয়, এবং নতুন করে শীতল যুদ্ধ শুরু হলে চীন পরাজিত হবে না। তিনি গর্ব করে বলেন, চীনা কমিউনিষ্ট পার্টি ১০০ বছরের পুরাতন দল।