
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে আইসোলেশনে রাখা হয়েছে। তার ১৪ বছর বয়সি মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরাইলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ইউরোপে বাড়ছে করোনার সংক্রমণ।