
এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে গেল এক সপ্তাহে নতুন করে ১০৩ জন প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত হয়েছেন। কোভিডের প্রাদুর্ভাবে এই মাসে স্থগিত হয়েছে লিগে একের পর এক ম্যাচ। সবশেষ সেই তালিকায় যোগ হয়েছে। আর্সেনাল ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ম্যাচটি।