
সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বন্দরের কন্টেইনার ডিপোতে চালানো হয় হামলা। এরপরই আগুন ধরে যায় ডিপোর একটি অংশে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। হামলা কোনো হতাহত হয়েছে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হামলা স্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রাশিয়ার সামরিক ঘাঁটি অবস্থিত।