
কানাডার বিভিন্ন প্রদেশে করোনা আক্রান্তের রেকর্ড লক্ষ্য করা গেছে। তবে ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের মত ওমিক্রন ততটা শক্তিশালী নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানান, ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি ৫৪ শতাংশ কমে যায়। এদিকে অন্টারিওতে আবারও রেকর্ড প্রায় ১৪ হাজার মানুষ একদিনে করোনা আক্রান্ত হয়েছেন।