কানাডা
“কানাডান নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য প্রয়োজনীয় লোকবলের তীব্র সঙ্কট রয়েছে”- ভাইস-এডমিরাল ক্রেইগ বেইনস

রয়েল কানাডীয়ন নেভী কমান্ডার ভাইস-এডমিরাল ক্রেইগ বেইনস বলেছেন, কানাডান নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য প্রয়োজনীয় লোকবলের তীব্র সঙ্কট রয়েছে। এজন্য অন্তত ১ হাজার নতুন কর্মী নিয়োগের প্রয়োজন। এছাড়া নতুন নতুন যুদ্ধজাহাজ নৌবহরে যোগ দেয়ায় কর্মী সঙ্কট আরও চরমে উঠবে বলে আশঙ্কা ভাইস-এডমিরাল বেইনসের।