
মহাকাশে রকেট পাঠিয়েছে ইরান। স্যাটেলাইট বহনকারী ওই রকেটের মাধ্যমে ইরান মহাকাশে তিনটি গবেষণা যন্ত্র পাঠানোর কথা জানিয়েছে। ইরান মহাকাশে এমন এক সময় রকেট পাঠাল যখন পরমাণু চুক্তি-২০১৫ তে ফেরা নিয়ে বিশ্বের পাঁচ শক্তিধর দেশের সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাদের অষ্টম দফার সংলাপ চলছে।