
ফিলিপিন্সে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে দেশটিতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সেই সাথে এক হাজার ১৪৭ জন আহত এবং ৮২ জন নিখোঁজ রয়েছে। টাইফুনটি আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনেক প্রদেশের কর্মকর্তারা খাদ্য, পানি ও আশ্রয় সামগ্রী সরবরাহের আবেদন জানাচ্ছেন।