
অন্টারিওতে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। এরফলে বাড়তি চাপ পড়েছে হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে রাতদিন কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া একশ’র বেশি স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। প্রদেশটিতে বর্তমানে এক লাখের বেশি সক্রিয় করোনা রোগী আছেন।