
সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দক্ষিণ কোরিয়ার কোনো নাগরিকের এভাবে উত্তর কোরিয়ায় যাওয়ার ঘটনা বিরল। গেল কয়েক দশকে নিপীড়ন এবং দরিদ্রতার কারণে উত্তর কোরিয়ার ৩০ হাজারেরও বেশি নাগরিক পালিয়ে দক্ষিণ কোরিয়া গেছে।