যুক্তরাষ্ট্র
নিকারাগুয়ায় ‘লোকদেখানো নির্বাচন’, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিকারাগুয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির একটি মন্ত্রণালয় ও ৯ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। এ ছাড়া নিকারাগুয়ার নির্বাচনকে ‘লোকদেখানো’ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। গেল ৭ নভেম্বর নিকারাগুয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন বামপন্থী গেরিলা নেতা ডেনিয়েল ওর্তেগা।