কোভিড-১৯যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখের বেশি শনাক্তের বিশ্বরেকর্ড

নন্দন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্রে  গত ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো দেশে এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।  খবর দ্য সিডনি মর্নিং হ্যারাল্ডের।

সোমবার ১০ লাখ ৮৩ হাজার ৬৪৮ জনের করোনা শনাক্ত হয় দেশটিতে।

চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল।

এর আগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button