
ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে লাফিয়ে। আক্রান্ত বহু স্বাস্থ্য কর্মী এমনকী খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। পরিস্থিতি সামলাতে রাত্রীকালীন কারফিউ জারির পাশাপাশি এবার দিল্লিতে সপ্তাহ শেষে পুরোপুরি কারফিউ জারির সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করতে হবে।