
লিওনেল মেসি ও নেইমারসহ গুরুত্বপূর্ণ অনেক খেলোয়ার ছাড়াই পিএসজিএক পথ দেখালেন কিলিয়ান এমবাপে। ভেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের হ্যাটট্রিকে পিএসজিকে নিয়ে গেলেন ফরাসি কাপের শেষ ষোলোয়। দলটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। প্রথমার্ধে অন্য গোলটি করেছেন প্রেসনেল কিম্পেম্বে।