
মহামারির দু’বছরে দিনে সর্বোচ্চ ২১ লাখের ওপর সংক্রমণ শনাক্ত হলো, বিশ্বে। মোট করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২৯ কোটির ওপর।ক্রিসমাস এবং বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরা মানুষ কর্মস্থলে যোগদানের আগে, বাধ্যতামূলক করা হয়েছে করোনার নমুণা পরীক্ষা। তাতেই বেরিয়ে এসেছে ভয়াবহ এ চিত্র।