
অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। এ তথ্য জানায় দুই প্রতিবেশী রাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া। পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিম জং উন প্রশাসন। নতুন বছরের প্রথমেই, এ আগ্রাসনকে ক্ষমার অযোগ্য আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।