
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ছড়ানো বিক্ষোভ নাড়িয়ে দিলো কাজাখস্তানের রাজনীতি। দেশটির প্রেসিডেন্ট বিলোপ করেন মন্ত্রিসভা। একইসাথে, আন্দোলনে উত্তাল ‘আলমাতি’ শহরে জারি করেন জরুরি অবস্থা। এরআগে সেখানে বিক্ষোভে নামেন ৫ হাজারের বেশি মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে হয় দফায়-দফায় সংঘর্ষ। গেলো তিনদিন ধরেই বিক্ষোভে উত্তাল সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশটি।