যুক্তরাষ্ট্র

কোভিড: যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি

নন্দন নিউজ ডেস্ক: দাবানলের মত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে থাকায় যুক্তরাষ্ট্রে রেকর্ড চার হাজারের বেশি কোভিড আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবরে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একবারে এত শিশু কখনওই হাসপাতালে ভর্তি হয়নি।

দুই সপ্তাহেরও কম সময় আগে বড়দিনের দিন হাসপাতালে ভর্তি শিশুদের এ সংখ্যা ছিল দুই হাজারের নিচে। প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এখন ১২ থেকে ১৭ বয়সের শিশুদের ফাইজার-বায়োএনটেকের বুস্টারডোজ দিতে বলছে।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বুধবার বলেন, ‘‘আমরা আমাদের শিশু ও কিশোরদের কোভিড-১৯ এবং এ ধরনের আরও গুরুতর রোগ থেকে রক্ষা করার চেষ্টা করছি। এটা কঠিন।”

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button