
অন্টারিওতে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। এরফলে ভ্যাকসিন কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা চালু থাকবে। সমালোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাদেশিক সরকার। চলতি মাসের শেষ নাগাদ স্কুল খুলে দেয়ার পরিকল্পনা করছে তারা। এর আগে ওমিক্রন নিয়ে সতর্কতার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।