কোভিড-১৯
করোনার ঢেউ আঘাত হেনেছে বিমান চলাচলেও

করোনার ঢেউ আঘাত হেনেছে বিমান চলাচলেও। যাত্রী সঙ্কটে ৩০ শতাংশ শীতকালীন ফ্লাইট বন্ধ করেছে ট্র্যানসেট এ.টি। বিশেষত ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট এবং জরুরী নয় এমন ভ্রমণ বন্ধে ফেডারেল সরকারের আহবানের ফলে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।