
অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তাকে আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছে মেলবোর্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে জকোভিচসহ বিশ্বের অনেক টেনিস তারকাই অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না টিকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে।