
কাজাখস্তানে বিক্ষোভকারীদের গুলির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম তোকায়েভ।কয়েকদিনের সহিংসতার পর কাজাখস্তানের মূল শহরের সড়কগুলো এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। এরআগে কাজাখ সেনাবাহিনীকে সহায়তায় দেশটিতে প্রবেশ করে রুশ নিরাপত্তা বাহিনী। গেল সপ্তাহে জ্বালানীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে। এ ঘটনায় প্রাণ গেছে প্রায় ৫০ জনের।