
ভারতে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। গেল সাত মাসের মধ্যে যা সবচেয়ে বেশি।নতুন সংক্রমণের মধ্যে ওমিক্রনের রোগী চার হাজারের বেশি।সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর একটি মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৪ হাজার ৩৮৮ জনের করোনা হয়েছে।