
দুই মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির আরও ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লাইসেন্স ছাড়া ওয়াকিটকি রাখায় তাকে দুবছর ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করায় কারাদণ্ড দেয়া হয়।তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।