
রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেলো ইউভেন্তাস। একাদশ মিনিটে হেডে রোমাকে এগিয়ে নেন টমি অ্যাব্রাহাম। ১৮ মিনিটে সমতা ফেরান পাওলো দিবালা। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এরপরই তাদের জালে তিনবার বল পাঠায় সফরকারীরা। লোকাতেল্লি ব্যবধান কমানোর পর সমতা টানেন দেজান কুলুসেভস্কি। আর দলকে এগিয়ে নেন মাত্তিয়া দি শিলিও।