ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা চীনের

নন্দন নিউজ ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। ২০১৮ সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই শুক্রবার এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পর বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীন।
তাছাড়া বৈঠকে চীন-ইরানের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়।
২০২০ সালে ইরান ও চীনের মধ্যে ভূগর্ভস্থ শক্তি, নিরাপত্তা, অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা করার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।
শুক্রবারের বৈঠকে দুইপক্ষের মধ্যে হওয়া এ চুক্তির কার্যক্রম শুরু করার সিদ্ধান্তও নেয়া হয়।
ইরান ও চীনের মধ্যে ২০২০ সালে ঠিক কি চুক্তি হয়েছিল তা গোপন রাখা হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস এক খবরে জানিয়েছিল, চুক্তির মধ্যে রয়েছে চীন ইরানের কাছ থেকে তেল কিনবে।
চীন রাষ্ট্রীয়ভাবে ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে অন্য দেশের ক্রেতা সেজে ইরানের তেল এখনো নিজেদের দেশে আনছে চীন।