কানাডাযুক্তরাষ্ট্র
”যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসা ট্রাক ড্রাইভারদের ভ্যাকসিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সঠিক হয়েছে”- জিয়ান-ইয়েভেস ডুক্লোজ

ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জিয়ান-ইয়েভেস ডুক্লোজ দাবী করেছেন, যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসা ট্রাক ড্রাইভারদের ভ্যাকসিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সঠিক হয়েছে। নতুন এই বিধিনিষেধের ফলে শনিবার থেকে করোনার টিকা না নিলে কানাডায় প্রবেশ করতে পারবেন না কোনো ট্রাক ড্রাইভার তবে কানাডা ত্যাগ করতে পারবেন।