
ফাইজারের মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্যবিভাগ। এর ফলে ১৮ বছর বা এর বেশি বয়সী কানাডীয় নাগরিকরা ওষুধটি করোনার চিকিৎসায় ব্যবহার করতে পারবেন। ফাইজারের দাবী, করোনার প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর প্যাক্সলোভিড। ওষুধটি গেল মাসে ১১ বছরের বেশি বয়সীদের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।