কানাডা
কানাডীয় নাগরিকদের মধ্যে ঋণ নিয়ে শোধ করার আত্মবিশ্বাস কমেছে রেকর্ড পরিমানে

কানাডীয় নাগরিকদের মধ্যে ঋণ নিয়ে শোধ করার আত্মবিশ্বাস কমেছে রেকর্ড পরিমানে। এমন তথ্য ওঠে এসেছে নতুন এক জরিপে। এতে আরও দেখা যায়, ৫৫ শতাংশ অংশগ্রহনকারী জানিয়েছেন চলতি বছরের খরচ সুন্দরভাবে মেটাতে পারবেন তারা। গেল বছরে এই হার ছিল ৬০ শতাংশ।