কানাডা
কানাডার ভ্যাকসিন গ্রহণকারী বিমানযাত্রীদের জন্য অন এরাইভাল কোভিড টেস্ট বাতিল করতে আহবান

কানাডার ভ্যাকসিন গ্রহণকারী বিমানযাত্রীদের জন্য অন এরাইভাল কোভিড টেস্ট বাতিল করতে ফেডারেল সরকারের প্রতি আহবান জানিয়েছে বিমান কোম্পানিগুলো এবং ব্যস্ততম বিমান বন্দর কর্তৃপক্ষ। সরকারের কাছে দেয়া এক চিঠিতে যৌথভাবে এই আবেদন জানায়, এয়ার কানাডা, ওয়েস্টজেট এবং টরেন্টোর পিয়ারসান বিমানবন্দর।