চীন
চীনে করোনা ছড়ানোর জন্য কানাডাকে দায়ি করা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক বির্তক

চীনে করোনা ছড়ানোর জন্য কানাডাকে দায়ি করা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক বির্তক। বেইজিংয়ের দাবি কানাডা থেকে পাঠানো একটি চিঠি থেকে দেশটিতে ছড়িয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। তবে এই অভিযোগকে উড়িয়েছে দিয়েছেন কানাডার স্বাস্থ্য বিশেষজ্ঞরা।