কানাডা
কানাডার জনপ্রিয় শিল্পী কারিম ওলেতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কানাডার জনপ্রিয় শিল্পী কারিম ওলেতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুইবেকের লে সিঁতে লিময়লে এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে তাকে হত্যা করা হয়েছে কি না তা তদন্তের পরই স্পষ্ট হবে। সেনেগাল বংশোদ্ভুত এই শিল্পী ফক্স অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।