
আত্মরক্ষায় ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন। স্বল্প-পাল্লার যুদ্ধাস্ত্র রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কাজে দিবে- এ আশাবাদ যুক্তরাজ্যের।মিত্র দেশকে এরইমাঝে হালকা কিছু অস্ত্র পাঠিয়েছে লন্ডন। এছাড়া, সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে খুব শিগগিরই ইউক্রেনে পাঠানো হবে ব্রিটিশ সামরিক দলও। ২০১৫ সাল থেকে, যুক্তরাজ্যের কিছু সংখ্যক সেনা কর্মকর্তা রয়েছেন সেখানে।