
ইউক্রেন ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য হুমকির কারণ হয়ে উঠেছে রাশিয়া। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিবৃতিতে তিনি বলেন রুশ আগ্রাসন রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হবে। মিত্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে তার সরকার। সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।