
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারিয়েছে চেলসি। এবার ব্লুদের ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন। ২৮ মিনিটে হাকিম জিয়াচের দুর্দান্ত শটে লিড নেয় টুখোলের দল। ৬০ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক ব্রাইটন। কর্নার থেকে পাওয়ারফুল হেডারে ওয়েবস্টার সমতায় নাম তোলের স্কোর শিটে।