
অন্টারিওতে করোনার বিধিনিষেধ শিথিল হচ্ছে চলতি মাসের ৩১ তারিখ থেকে। এরফলে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে চালু করা যাবে রেস্তরা, জিম, সিনেমাসহ ইনডোর কার্যক্রম। এছাড়া বাকি নিষেধাজ্ঞাও ধারাবাহিকভাবে তুলে নেয়া হবে বলে জানিয়েছেন, অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড।